জঙ্গি নিয়ন্ত্রণে, তাই দেশ নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সারা বিশ্বে আজ জঙ্গি আক্রমণ হচ্ছে। আমেরিকা, ফ্রান্স, জার্মান ও ব্রিটেনের মতো শক্তিশালী দেশগুলো এর থেকে বাদ যাচ্ছে না। তবে আমাদের দেশ অনেক নিরাপদ, কারণ আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’
আজ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। এর আগে একই স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশের মানুষ অনেক শান্তিপ্রিয়। তাঁরা জঙ্গিবাদকে ঘৃণা করে। মানুষ এখন জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটাই আমাদের বড় শক্তি। আমরা সে জন্যই মনে করি, জঙ্গি-সন্ত্রাস আমাদের নিয়ন্ত্রণে আছে।’
অনুষ্ঠানের সভাপতি সংসদ সদস্য (এমপি) টিপু মুনশির সভাপতিত্বে সংসদীয় কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।