হত্যা মামলায় রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুই মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা ও ইমারত নির্মাণ-সংক্রান্ত মামলায় অভিযোগপত্র জমা দেয় সিআইডি। অভিযোগপত্রে এসেছে সোহেল রানার বাবা আবদুল খালেকের নামও।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর আদালতে ওই দুই মামলার অভিযোগপত্র জমা দেন।urgentPhoto
দুই মামলার মধ্যে একটি মামলায় অপরাধজনক প্রাণনাশের অভিযোগে রানাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে। মামলা দুটিতে আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিন নিয়ে কারাগারের বাইরে রয়েছেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবনধসে পাঁচটি কারখানার এক হাজার ১৩৫ জন শ্রমিক মারা যায়। এ ঘটনার পর বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে চাপ আসে। ইউরোপ ও আমেরিকার খুচরা ক্রেতাপ্রতিষ্ঠানগুলো নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অর্থসহায়তা করতেও এগিয়ে আসে।