এমপি রানার জামিন বিষয়ে আদেশ বুধবার
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী বুধবার এ বিষয়ে আদেশ ঘোষণা করা হবে।
আজ সোমবার এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন।
এর আগে সংসদ সদস্য আমানুর রহমান খান রানা একাধিকবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত জামিন দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর আইনজীবীরা জামিন আবেদন ফেরত নেন। এই ধারাবাহিকতায় তাঁরা হাইকোর্টের এই বেঞ্চে জামিন চেয়ে আবেদন দাখিল করেন।
আবেদনের পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার, এস এম মোবিন এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান টিকু শুনানি করেন।
ফারুক হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন সংসদ সদস্য রানা।
এর মধ্যেই আজ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এক সভায় সংসদ সদস্য রানা ও তাঁর তিন ভাইকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।