এসি রুম থেকে রাস্তায় নেমেছে এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘আগে লোকেরা ভ্যাট-ট্যাক্স দেওয়ার জন্য আমাদের কাছে আসত, এখন আমরাই তাদের কাছে যাচ্ছি। আমরা এসি রুমে বসে না থেকে রাস্তায় নেমেছি। আমরা বসুন্ধরা সিটি, নিউমার্কেটে ব্যবসায়ীদের কাছে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে সবাইকে সচেতন করা। সবাই সচেতন হলে আমাদের কাজ করা সহজ হবে। এনবিআর যখন বড় লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে তখন আরো সক্রিয় হয়।’
এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত রাজস্ব আদায় ইতিবাচক অবস্থায় রয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট মিলিয়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। পাশাপাশি বন্ড ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে বন্ডের অপব্যবহার দূর করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আজ বুধবার সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মো. নজিবুর রহমান এসব কথা বলেন।
কূটনীতিকদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা যখন কূটনীতিকদের কাছে কিছু জানার জন্য যাই তখন মিডিয়াকে কিছু জানাই না। আমরা চাই মানি লোকরা তাদের মান ধরে রাখুক। আন্তর্জাতিক বিধান অনুসারে কূটনীতিকদের ব্যক্তিগত পণ্য ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়। কোনো কূটনীতিক ব্যবসায়িক কারণে যদি কোনো পণ্য আমদানি করে তা অনৈতিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দেশ।
এনবিআর এখন ডিজিটালের দিকে ভালো নজর দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন চেয়ারম্যান। তিনি বলেন, এর কারণ হচ্ছে, যেন সবাই যে যার অবস্থান থেকে অনলাইনের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স দিতে পারে। ভ্যাট, ট্যাক্সের মতো কাস্টমস অনলাইন সেবায় এগিয়ে যাচ্ছে। আমরা ফেসবুকের মাধ্যমে রাজস্বের বড় বেড়ার জাল তৈরি করেছি।