ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম দেবে ২০ দল
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেওয়া বিএনপিসহ ২০ দলীয় জোটের দলগুলো সার্চ কমিটির কাছে পৃথক পৃথক নামের তালিকা দেবে।
তবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে কোন কোন ব্যক্তির নাম দেওয়া হবে তা রাতে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন এলডিপির সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রেদোয়ান আহমেদ বলেন, ‘নাম পাঠানোর বিষয়ে আমরা ঐকমত্যে এসেছি। তবে নামের বিষয়ে আজ রাত ৮টার দিকে বিএনপি কার্যালয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে জোটের যে ছয়টি দল বৈঠক করেছিল, সার্চ কমিটির কাছে তারা সবাই আলাদা নাম দেবে।