রশিদের সঙ্গে বৈঠক করবে না সার্চ কমিটি
ঘোষণা দেওয়ার পরও শেষ পর্যন্ত নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদের সঙ্গে বৈঠক না করার সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি। আজ মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।
একটি সূত্র বলছে, আবদুর রশিদের নামে মামলা থাকায় বিতর্ক এড়াতে শেষ সময়ে তাঁর সঙ্গে বৈঠক না করার সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি।
এর আগে গতকাল সোমবার পাঁচজন বিশিষ্ট নাগরিকের বক্তব্য শুনবেন বলে গণমাধ্যমকে জানায় সার্চ কমিটি। তাঁদের মধ্যে আবদুর রশিদের নামও ছিল।
আগামী বুধবার বেলা ১১টায় সার্চ কমিটি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করবে।