রাজনৈতিক দলের বাইরেও নাম চাইতে পারে সার্চ কমিটি
রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের বাইরে থেকেও প্রয়োজনে সার্চ কমিটি নাম সংগ্রহ করতে পারে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
সচিব জানান, আগামীকাল বিকেল ৪টায় সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজকে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটি মতবিনিময় করেছে। বিশিষ্ট নাগরিকদের মূল্যবান পরামর্শ শুনেছেন। সব কিছু বিবেচনা করে আগামী ৮ তারিখের মধ্যে একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করা সম্ভব হবে।
এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চারজনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসে সার্চ কমিটি।
ওই চারজন হলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা ও আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
এর আগে গতকাল মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে পাওয়া নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।
গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।
গত শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ইসি গঠনে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠকের পর সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের মতামত নেয় কমিটি।