সার্চ কমিটিকে প্রভাবিত না করার আহ্বান বিএনপি নেতার
সার্চ কমিটিকে প্রভাবিত না করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত মানববন্ধন থেকে ফারুক এ কথা বলেন।
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে একটি সৎ ও সাহসী নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে রাষ্ট্রপতি জাতির সামনে উদাহরণ সৃষ্টি করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতা। দলকানা কাউকে দিয়ে নির্বাচন কমিশন যাতে গঠিত না হয় সেদিকে সার্চ কমিটিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর কমিটির ছয় সদস্য বৈঠক করেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনের জন্য পাঁচজন করে নাম আহ্বান করেন। নাম জমার পর এরই মধ্যে সংক্ষিপ্ত তালিকায় ২০ জনকে চূড়ান্ত করা হয়।
এদিকে, সার্চ কমিটি এরই মধ্যে দুই দফায় সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।