বিদায়ের আগে তিন উপজেলার তফসিল দিল ইসি
বিদায়ের আগে আরো তিন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৬ মার্চ সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার তফসিল ঘোষণা করে ইসি। আগামী সপ্তাহেই বিদায় নিচ্ছেন রকিব কমিশনের সদস্যরা।
ইসির ঘোষিত তফসিল অনুসারে, মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে পরের দিন ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। এর পরেই প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ হবে ৬ মার্চ।
ইসির উপসচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচনকালে আঞ্চলিক কার্যালয়ে সাপ্তাহিক ছুটির দিনেও কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।