বাংলাদেশ ও ফিলিস্তিন
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন হচ্ছে
বাংলাদেশ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে। বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রাজধানীর একটি হোটেলে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘ফিলিস্তিনের জনগণকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহমুদ আব্বাস।’
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্টের এই সফরের পর দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। আর এর মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলে প্রত্যাশা করেছেন মাহমুদ আব্বাস।