বিয়ার খেতে না দেওয়ায় প্রতিমা ভাঙচুর!
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে উত্তম সরকারের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত অস্থায়ী পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় এসএসসি পরীক্ষার্থীসহ চারজনকে মারধর করে আহত করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে স্থানীয় কিছু যুবক সরকার বাড়িতে প্রবেশ করে এবং সরস্বতী পূজা পরিচালনা কমিটির কাছে বিয়ার খেতে চায়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে বখাটে যুবকরা তাদের মারধর এবং প্রতিমা ভাঙচুর করে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে এক এসএসসি পরীক্ষার্থীসহ চারজন আহত হয়। বর্তমানে তারা সুস্থ আছে এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন কালে কিছু যুবক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তিনজনকে আটক করে।