ঝিনাইদহে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর
ঝিনাইদহ সদরের একটি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আগে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে ১টার মধ্যে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
পাঁচটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। এ খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহেল রানা।
সংশ্লিষ্ট মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার কুণ্ডু জানান, আর মাত্র ২০ দিন পরই আামাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্দিরের পাশে প্রতিমা তৈরির কাজ চলছে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাত জেগে পাহারাও দিচ্ছে। গতকাল রাতে যখন তারা খেতে যায় এই সুযোগে কে বা কারা মন্দিরে ঢুকে বিভিন্ন প্রতিমার কোনোটির হাত, কোনটির পা, আবার কোনোটির মাথা ভেঙে পালিয়ে যায়। তবে দুর্গা প্রতিমার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। সকালের দিকে ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
ওসি আরও জানান, এমনই ঘটনা কয়েক বছর আগেও এই মন্দিরে ঘটেছিল । সেই সময় থানায় জিডিও করা রয়েছে। তবে আগের ঘটনারও কোনো সুরাহা হয়নি। আমাদের মন্দির কমিটি বা এলাকাবাসীর সঙ্গে কোনে সমস্যা বা ঝামেলা নেই বলেও দাবি করেন তিনি।
পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ বলেন, ‘ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা দ্রুত জড়িতদের শাস্তি চাই।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, ‘পুলিশ সুপার, ক্রাইম সিন ইনভেস্টিগেশন সেল, পিবিআই, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে পাহারার ব্যবস্থা ছিল। তবুও দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করছি। খুব দ্রুতই জড়িদের গ্রেপ্তার করা হবে।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছে।