রোববার ৪টায় সোনারগাঁওয়ে মোদি-খালেদা বৈঠক
urgentPhoto
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক বৈঠকের পর পরই খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবেন। এ ব্যাপারে আগামীকাল গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
এর আগে আজ শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব সুব্রমানিয়াম জয়শংকর জানান, ঢাকা সফরের সময় ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
যদিও এর আগে আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছিলেন, নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের সময় তাঁর সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের কোনো সুযোগ নেই। মোদি-খালেদার বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মনে হয় না সুযোগ আছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।