নতুন নির্বাচন কমিশনার নিয়ে গুজব শুভ নয় : নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারা নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন তা নিয়ে বাজারে অনেক গুজব রয়েছে। কিন্তু সেই গুজব গণতন্ত্রের জন্য শুভ নয়।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিশ্বাস করি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি যোগ্য ও সাহসী ব্যক্তিদের দিয়েই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করে বলেন, বিরোধী পক্ষকে দমন করতে বিএনপির চেয়ারপারসনসহ জিয়া পরিবারের ওপর হামলা, মামলার মিথ্যা খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে। সরকারের লোকেরা নিজেদের দাম্ভিকতা জাহির করতে গুলি করে সাংবাদিক হত্যা কিংবা শিক্ষার্থীদের বুকের ওপর দিয়ে হাঁটছেন বলে তিনি মন্তব্য করেন।
এর আগে পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির নেতৃত্ব দিচ্ছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।
এদিকে, সার্চ কমিটি গঠনের পর থেকেই দলীয়করণের অভিযোগ ওঠে। বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটিকে প্রভাবিত না করার আহ্বান জানানো হয়। সার্চ কমিটি সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর কাছ নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব চেয়ে নেয়। আগামী সপ্তাহেই মেয়াদ শেষ হচ্ছে রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের। তার আগেই নতুন প্রধান নির্বাচন কমিশরার ও অন্যান্য নির্বাচন কমিশনার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সার্চ কমিটির।