সাংবাদিক হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি আরইউজের
সাংবাদিক হত্যার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে আরইউজে নেতারা এই দাবি করেন।
আজ রোববার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আরইউজে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। এসব হত্যার বিচার দাবিতে রাস্তায় দাঁড়িয়ে কোনো লাভ হয় না। তাই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ওই ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে বিচার না পেলে মানুষ সাংবাদিকদের দুয়ারে হাজির হয়। কিন্তু আজ সাংবাদিকরাই বড় অসহায়। আমাদের শিমুল ভাইয়ের রক্তে রঞ্জিত হলো মাটি। কিন্তু হত্যাকারী এখনো গ্রেপ্তার হলো না। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। সরকারের কাছে আমাদের দাবি, খুনি যে দলেরই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তা না হলে সরকারের সব অর্জনে কালিমা পড়বে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য আনিসুজ্জামান, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু, আরইউজের নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, সমকাল সুহৃদ সমাবেশ, জন উদ্যোগ ও আদিবাসী ছাত্র পরিষদের নেতারা অংশ নেন।