সেন্ট নিকোলাস স্কুলকে কলেজে উন্নীতের আশ্বাস চুমকীর
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের ৯৭ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রাক্তন ছাত্র-শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে স্কুল ক্যাম্পাসে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। তিনি বিদ্যালয়টিকে কলেজ শাখায় উন্নীত করার আশ্বাস দেন।
নাগরী এলাকায় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়। এখানে কয়েক বছর পড়াশোনা করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। আজকের পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম তাঁর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী পুনর্মিলনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফাদার জয়ন্ত এস গোমেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মঞ্জুর কাদের খান, কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ।
২০২০ সালে এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির প্রস্তুতি হিসেবে এই পুনর্মিলনীর আয়োজন করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিকেলে পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।