সাংবাদিক শিমুল হত্যায় আরো দুজন আটক
সাংবাদিক শিমুল হত্যা মামলায় জড়িত সন্দেহে পুলিশ আরো দুজনকে আটক করেছে। এ নিয়ে শিমুল হত্যা মামলায় প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু ও তাঁর দুই ভাইসহ মোট ১২ জনকে আটক করা হলো।
সন্দেহভাজন আটক দুজন হলেন পৌর এলাকার বাড়াবিল গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও প্রাণনাথপুর গ্রামের হযরত আলী (৪৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে ঘটনার সঙ্গে দুজন জড়িত রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাসিবুল হক পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। পরে মেয়রের বাসা থেকে পুলিশ পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।
৩ ফেব্রুয়ারি বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় তাঁর চাচা এরশাদ আলী বাদী হয়ে পৌর মেয়র ও তাঁর ভাইদের আসামি করে মামলা করেন।
এদিকে, বিজয় মাহমুদকে মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেয়রের বাসার সামনে পৌঁছালে কতিপয় লোক মেয়রের বাসা লক্ষ্য করে ঢিল মারে। একপর্যায়ে মেয়র তাঁর ব্যক্তিগত শটগান থেকে গুলি করে। এ সময় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এলাকায় শিমুল মারা যান।