শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় হবে : মঈন
কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে এ কথা বলেন মঈন খান। এদিন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
বিএনপি নেতা বলেন, অন্য কোনো উপায় নয়, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে বিএনপি। বর্তমান কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, সময়ই বলে দেবে কী করবে তাদের দল।
সম্প্রতি সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে আপত্তি জানায় বিএনপি। দলটির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।