সাগর-রুনির হত্যাকারীদের বের করতে পারব : স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের খুঁজে বের করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন।
এর পর পাঁচ বছর কেটে গেছে। কিন্তু এখনো সাংবাদিক দম্পতি হত্যার তদন্ত প্রতিবেদনই হয়নি। এ নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।
জবাবে মন্ত্রী বলেন, ‘সাগর-রুনির কথা বলেছি। সাংবাদিক ভাইরা, আমরা এটার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাগর-রুনি হত্যার রহস্য বের করার জন্য আমাদের র্যাব কাজ করে যাচ্ছে। আমি কিন্তু বারবার বলছি।’
‘আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি, আমি আশাবাদী আমরা বের করতে পারব।’