চার ডেভেলপার কোম্পানিকে বহিষ্কার করল রিহ্যাব
প্লট-ফ্ল্যাট ক্রেতা ও ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব) চার সদস্যকে বহিষ্কার করেছে।
আজ বৃহস্পতিবার সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি রিয়েল রিহ্যাব-এর পরিচালনা পর্ষদের অষ্টম সভায় এ চার সদস্য ডেভেলপার কোম্পানিকে রিহ্যাব থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত কোম্পানিগুলো হলো ডাবল এ প্রপার্টিজ লিমিটেড, ম্যানট্রাস্ট প্রপার্টিজ লিমিটেড, সিম্বল হোল্ডিংস লিমিটেড ও জেনোভ্যালি মডেল টাউন লিমিটেড।
বিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কৃত কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন, ব্যবহারসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া এনটিভি অনলাইনকে জানান, নিয়ম-শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার সদস্যকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, এটা প্রথম নয়, এর আগেও বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।