অসাধু কর্মকর্তাদের প্রশ্রয় দেওয়া হবে না : এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান জানান, দেশে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান দ্বার চট্টগ্রাম বন্দর আর কাস্টমস হাউস। তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানের কাজে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না।’
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম হাউসে মতবিনিময় সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
কাস্টমস হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, এনবিআর সদস্য ফরিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাজস্ব আদায়ের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘যারা কাস্টম হাউসের কর্মকর্তাদের জন্য হুমকির সৃষ্টি করছেন, এখানে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছেন, সহকর্মীকে নাজেহাল করার চেষ্টা করছেন, তাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছেন।’
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান আরো বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’