প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন সমকাল সম্পাদক
সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। বাংলাদেশ সম্পাদক পরিষদ সভাপতি ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান সাংবাদিকদের সুরক্ষার জন্য পৃথক আইন করার দাবিও জানান।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিহত সমকালের প্রতিনিধি শিমুলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম সারওয়ার। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। তাঁদের ঝুঁকিভাতা প্রদানের বিষয়টি বিবেচনায় আনতে হবে।
নিহত সাংবাদিক শিমুলের পরিবারের পাশে সমকাল চিরকাল থাকবে এমন মন্তব্য করে গোলাম সারওয়ার বলেন, একজন সাংবাদিকের রক্তমাখা পরিচয়পত্র তাঁর সাহসিকতার পরিচয় বহন করে। সমগ্র দেশের সাংবাদিকদের মধ্যে সেই রক্তমাখা পরিচয়পত্র সততা ও দক্ষতার চিত্র তুলে ধরেছে। আবদুল হাকিম শিমুল ছিলেন সে রকমই সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক।
বাংলাদেশ সম্পাদক পরিষদ সভাপতি আরো বলেন, বর্তমান প্রধান বিচারপতির অনেক বিষয় হৃদয় স্পর্শ করে। শিমুল হত্যাকাণ্ড একটি মর্মস্পর্শী ঘটনা। প্রধান বিচারপতি নিজস্ব ক্ষমতাবলে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিষ্পত্তি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সমকাল সম্পাদক।
পিআইবির চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকতার ধরন বদলে যাচ্ছে। হলুদ সাংবাদিকতার এখন আর কোনো স্থান নেই। অর্ধসত্য নয়, পূর্ণসত্য তথ্য দিয়েই সংবাদ প্রকাশ করতে হবে। শুধু হানাহানি আর মারামারির খবর নয়, উন্নয়নের খবরও এখন বেশি বেশি প্রকাশ করতে হবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ, সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশ, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, নিউ এজ প্রতিনিধি সুলতানা ইয়াসমিন মিলি, সরকারি রাশিদোজ্জাহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আখতারুজ্জামান ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিমল কুণ্ডু।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় স্মরণসভায় জেলার সিভিল সার্জন ডা. শেখ মঞ্জুর রহমান, সমকালের ডিজিএম (সার্কুলেশন) অমিত রাইহান, বগুড়া ব্যুরোপ্রধান মোহন আখন্দ, পাবনা অফিসপ্রধান এ বি এম ফজলুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নূরুন্নাহার বেগমের হাতে পিআইবির পক্ষ থেকে এক লাখ ও সমকালের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়া একই দিনে গোলাম সারওয়ার শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে নিহত সাংবাদিক শিমুলের বাসভবনে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কবর জিয়ারত করেন।