নিরাপত্তারক্ষীদের পিটুনিতে নর্থ সাউথের ছাত্র আহত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম শাহরিয়ার হাসনাত তপু। তিনি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
আহত তপুকে প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ বৃহস্পতিবার সকালে আবার অ্যাপোলোতে নেওয়া হয় তাঁকে।
এ বিষয়ে জানতে চাইলে তপুর সহপাঠী কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, রাত ১০টার দিকে তপুসহ দুজন বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো গেটে একটি মোটরসাইকেল রাখতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা তাদের ওপর হামলা চালায়। এতে তপু গুরুতর হন। এ ঘটনা শুনে নর্থ সাউথের ১৫ থেকে ২০ জন ছাত্র অ্যাপোলো গেটে বিক্ষোভ করেন। পরে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুস্তাকিম এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।