ইবির এফ ইউনিটের ভর্তি বাতিল, বিভাগীয় চেয়ারম্যান বহিষ্কার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষায় এফ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গণিত বিভাগের চেয়ারম্যান ও দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ওই ইউনিটের ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। সেখানে ভর্তির জন্য আবার পরীক্ষা হবে। পাশাপাশি আরো এক ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১টায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে তা সাংবাদিকদের জানানো হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রাশিদ আসকারী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দ্রুতই আবার এফ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ইবির ভর্তি পরীক্ষায় ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। কর্তৃপক্ষ গণিত বিভাগের অধ্যাপক মোস্তফা কামালকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। গত শনিবার তদন্ত কমিটি এ প্রতিবেদন দেয়।
আজ উপাচার্য ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গণিত বিভাগের চেয়ারম্যান নূরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়। একই অভিযোগে কর্মচারী সাইফুল ইসলাম ও আলাউদ্দিনকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিলের পাশাপাশি স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মনোজিৎ কুমারকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার এবং তাঁর স্নাতক ও অনার্স সনদ বাতিল করা হয়েছে।