খালেদা জিয়ার আবেদনের ওপর আদেশ আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে করা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আজ বুধবার আদেশ দেওয়া হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশের জন্য বিষয়টি কার্যতালিকায় ৯ নম্বরে রাখা হয়েছে।
বেলা সাড়ে ১০টার পর আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৫ মার্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেছিলেন আদালত।
শুনানিতে খালেদা জিয়ার পক্ষে থাকবেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভূঁইয়া।
এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘বিচারকের প্রতি অনাস্থার আবেদনের ওপর হাইকোর্টে আজ ৮ মার্চ আদেশ দেওয়া হবে।’
‘হাইকোর্টের শুনানিকালে আমরা বলেছি, আইনের বিধান অনুযায়ী আদালতে যদি কোনো আবেদন করা হয়, নিয়ম অনুযায়ী বিচারক সেই আবেদন নিষ্পত্তি করবেন। কিন্তু খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি। বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃসাক্ষ্য গ্রহণের আবেদন করার পর আদালত তা নিষ্পত্তি না করে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য নিতে শুরু করলেন, যা আইন অনুযায়ী হ্য়নি। এ কারণে খালেদা জিয়া ওই বিচারকের ওপর অনাস্থার আবেদন করেছেন।’
গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন অনাস্থার আবেদন করেন।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।