জানজটে পড়ে জোড়া খুন, এমপির ছেলের জামিন নামঞ্জুর
রাজধানীতে যানজটে পড়ে এলোপাতাড়ি গুলি করে দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আমিনুল ইসলাম আজ মঙ্গলবার সকালে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
urgentPhoto
রনির আইনজীবী অ্যাডভোকেট শওকত ওসমান গত শনিবার তাঁর জামিন আবেদন করেন। আদালত আজ বেলা সাড়ে ১১টার দিকে শুনানির পর আবেদন নাকচ করে দেন। রাষ্ট্রপক্ষে রনির জামিন আবেদনের বিরোধিতা করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন। তিনি বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনে হত্যা মামলা বিবেচনায় আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে আদালত জামিন আবেদন নাকচ করেন।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে যানজটে পড়ে রনি একটি প্রাডো গাড়ি থেকে গুলি ছুড়লে গুরুতর আহত হন রিকশাচালক হাকিম এবং জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব আলী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে ৩১ মে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রনির ব্যবহৃত প্রাডো গাড়িটি তাঁর মা পিনু খানের। সাংসদদের শুল্কমুক্ত কোটায় তিনি গাড়িটি এনেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি থেকে লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে তিনি দুজনকে হত্যা করেছেন।