‘জঙ্গি আস্তানা’র বাইরে বোমা বিস্ফোরণের ভিডিও
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’ ‘আতিয়া মহল’ থেকে একটু দূরে আজ সন্ধ্যায় পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এতে একজন পুলিশ কর্মকর্তা, স্থানীয় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে তিনজন পুলিশ ও দুজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্য রয়েছে।
নিহতরা হলেন পুলিশের পরিদর্শক চৌধুরী মোহাম্মদ কায়সার এবং স্থানীয় যুবক ওয়াহিদুর রহমান অপু (২৪), অন্য এক ত্রিশোর্ধ্ব যুবকের পরিচয় জানা যায়নি।
শনিবার সন্ধ্যা ৭টায় প্রথম এবং তার আধা ঘণ্টা পর দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুটি বোমা বিস্ফোরণের পর আহতদের মাটিতে পরে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
বোমা বিস্ফোরণে হতাহতদের উদ্ধারের ভিডিও :