আতিয়া মহলে সকালে গুলি, বিস্ফোরণের শব্দ
সিলেটের শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে আজ সোমবার সকাল থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
আস্তানার বাইরে দুটি বোমা হামলা ও নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল জানান, অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছয়জন নিহত ও ৩০-৩৫ জনকে আহত দেখানো হয়েছে।
এদিকে, অভিযান শুরু হওয়ার পর থেকে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং চলাচলে নিষেধ থাকায় স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিববাড়ি এলাকার বাসিন্দা আফতাবুল কামাল রেকি জানান, গতকাল রোববার রাত সাড়ে ১১টায়, তারপর রাত ১টায়, আবার আজ ভোর থেকে গুলি শুরু হয়। প্রচণ্ড গুলির শব্দে রাতে ঘুমাতে পারেনি কেউ। এ ছাড়া চলাচলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকায় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। গ্যাস-বিদ্যুৎ না থাকায় অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছন।
জঙ্গি আস্তানার আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি সংবাদকর্মীদেরও সরে যেতে বলা হয়েছে। ঘটনাস্থল থেকে চারপাশের চার বর্গকিলোমিটার এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আবদুল আহাদ জানান, গত দুদিন শিববাড়ির পাশে জৈনপুর বাজারে সাংবাদিকরা দায়িত্ব পালন করতে পারছিলেন। কিন্তু আজ চলে যেতে বলা হয়েছে।
আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট চলছে। এতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ভবনটির বাইরে বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়।