জঙ্গি মুসার লাশ শনাক্তে মাকে নেওয়া হচ্ছে সিলেটে
জঙ্গি সংগঠন নব্য জেএমবির প্রধান মঈনুল ইসলাম মুসার মরদেহ শনাক্তের জন্য তার মা সুফিয়া বেগম, সৎভাই খাইরুল ইসলাম ও বোন কামরুন নাহারকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে।
আজ বুধবার বিকেলে বাগমারা মডেল থানা পুলিশ বাড়ি থেকে তিনজনকে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে। সেখান থেকে কঠোর গোপনীতার সঙ্গে তাঁদের সিলেট পাঠানো হয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঞা জানান, সিলেটের আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইটে নিহত নব্য জেএমবির প্রধান মুসার পরিচয় নিশ্চিত হতে তাঁর পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর। এ জন্য তার মা, ভাই ও বোনকে সিলেটে পাঠানো হচ্ছে।
মুসার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বজ্রকোলা গ্রামে। তাঁর বাবার নাম আবুল কালাম আজাদ। মায়ের নাম সুফিয়া বেগম। ১৯৮৮ সালের ২০ ডিসেম্বর তাঁর জন্ম। তাঁর স্ত্রী তৃষা মনিকে গত বছরের ২৪ ডিসেম্বর আশকোনার এক জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। ওই আস্তানায় অভিযানের আগেই মুসা পালিয়ে যান।