কুসিকে কাউন্সিলর পদে এগিয়ে আওয়ামী লীগ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। তবে কাউন্সিলর পদে জয়ীদের তালিকায় এগিয়ে আছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ২৫টি কেন্দ্রের ফলাফলের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ১২টি ওয়ার্ডে এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি ওয়ার্ডে।
বাকি ছয়টি ওয়ার্ডের দুইটিতে জয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী। চারটি ওয়ার্ডে জয়ী প্রার্থীরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দুইটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত আছে।
আজ বৃহস্পতিবার কুসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।
সিটি নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন, ২ নং ওয়ার্ডে মাসুদুর রহমান মাসুদ, ৩ নং ওয়ার্ডে সরকার মাহমুদ জাবেদ, ৫ নং ওয়ার্ডে সৈয়দ আবীর আহমেদ ফটু, ৭ নং ওয়ার্ডে মো. শাহ আলম খান, ৯ নং ওয়ার্ডে জমির উদ্দিন খান জম্পি, ১১ নং ওয়ার্ডে হাবিবুর আল আমীন সাদি, ১৬ নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নং ওয়ার্ডে মোঃ সোহেল, ১৮ নং ওয়ার্ডে আফসান মিয়া, ২৩ নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ২৪ নং ওয়ার্ডে ফজল খান, ২৬ নং ওয়ার্ডে আব্দুস সাত্তার।
বিএনপি সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন, ‘১০ নং ওয়ার্ডে মো. মনজুর কাদের মনি, ১২ নং ওয়ার্ডে মো. ইমরান বাচ্চু, ১৩ নং ওয়ার্ডে মো. শাখাওয়াতউল্লাহ, ১৪ নং ওয়ার্ডে সেলিম খান, ১৫ নং ওয়ার্ডে সাইফুল বিন জলিল, ১৯ নং ওয়ার্ডে মো. জাকির হোসেন, ২২ নং ওয়ার্ডে মো. শাহ আলম মজুমদার।
জয়ী হওয়া নির্দলীয় দুই জন প্রার্থী হচ্ছেন, ৪ নং ওয়ার্ডে মো. আব্দুল জলিল এবং ২৫ নং ওয়ার্ডে এমদাদউল্লাহ।
এছাড়া বিএনপি ও আওয়ামী লীগের বাইরে চারটি ওয়ার্ডে জয়ী হয়েছেন, ১ নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া, ৬ নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ৮নং ওয়ার্ডে একরামুল হক বাবু, ২০ নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান সুরুজ। এরা জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা যায়।
স্থগিত আছে ২১ নং ও ২৭ নং ওয়ার্ডের ফলাফল।
সংরক্ষিত নারী কাউন্সিলর
১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাউছারা বেগম সুমী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী নাদিয়া নাসরিন, ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী রুমা আক্তার এবং ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুর জাহান আক্তার পুতুল জয়ী হয়েছেন।