খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার মেয়রের সাক্ষাৎ রাতে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।
আজ মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হবে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বিএনপির মেয়র সাক্কুর সঙ্গে থাকবেন বিএনপি-সমর্থিত নির্বাচিত কাউন্সিলররাও।
শায়রুল কবীর আরো জানান, সাক্কুর সঙ্গে সাক্ষাতের আগে সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়া মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু জয়ী হন। তিনি প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে নির্বাচনে জয় লাভ করেন।
নির্বাচনের মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টির ফল ঘোষণা করা হয়। দুটি কেন্দ্রের ফল স্থগিত রয়েছে। এ দুটি কেন্দ্রের মোট ভোট বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে কম।
১০১ কেন্দ্রের ফলে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। আর নৌকা মার্কার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।