আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রোববার দুপুরে চট্টগ্রামে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশের মানুষ ঐক্যবব্ধ হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের কাছে বর্তমান পরিস্থিতি জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বক্তারা নগরীর যানজট, জঙ্গি তৎপরতা ছাড়াও সমাজের তৃণমূলে মাদক ছড়িয়ে পড়ার অভিযোগ করেন। তাঁরা বলেন, চট্টগ্রাম এখন ইয়াবার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেন তারা।
জবাবে মন্ত্রী আইনি জটিলতায় এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন।
জঙ্গি তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওরা বাইরের কেউ নয়। যারা ৯০ দিন অগ্নিসন্ত্রাস, টার্গেট কিলিং করে ঘাপটি মেরে থাকেন সুযোগ পেলে তারাই জঙ্গি তৎপরতা চালান বলে জানান তিনি।