এমপি লিটন হত্যা : কাদের খানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের চার মাসের মাথায় মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজামান আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিনের কাছে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে একই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আবদুল কাদের খানসহ আটজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজামান জানান, ২০১৫ সালের শেষ দিকে এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের খান। লিটনকে সরিয়ে রাজনীতির পথ সুগম করতেই এমন চক্রান্ত করেন তিনি। তাঁর এ পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে লোক দিয়ে হত্যা করেন এমপি লিটনকে।
অভিযোগপত্রের সঙ্গে মামলার আলামত হিসেবে দুটি মোটরসাইকেল, হত্যায় ব্যবহত অস্ত্র রাখার বাক্স আদালতে জমা দেওয়া হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।