বেরোবি উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকের মামলা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক এ কে এম নুর-উন-নবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তিনি মামলাটি করেন।
তাবিউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু শিক্ষার্থীর ঘটানো একটি ঘটনায় পুলিশ কয়েকজন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় আসামিদের মধ্যে নাম রয়েছে অভিযোগ এনে তিনিসহ কয়েকজন শিক্ষকের পদোন্নতি স্থগিত রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক তাবিউর জানান, পুলিশ ২০১৫ সালের ৩ মার্চ মামলাটি করে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই মামলায় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তার নাম নেই। ওই বছরেরই ২৯ সেপ্টেম্বর পুলিশ ওই মামলায় ফাইনাল রিপোর্ট দেয়।
এ ঘটনায় মানহানি হয়েছে উল্লেখ করে আজ মামলা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের করা সেই মামলা গত বছর ২৫ এপ্রিল আদালত নথিভুক্ত করেন (বাতিল)। রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল ইসলাম এ আদেশ দেন।