চবির হল থেকে অস্ত্র-গুলি উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়ার পর রাতে আবাসিক হলগুলোতে তল্লাশি চালিয়ে দেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে পুলিশ অভিযান চালায়। এ সময় হলের বিভিন্ন রুমে তল্লাশি করে ৩২টি গুলি, লোহার রড, রামদা, লাঠি, পাথরসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্বার করা হয়।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, গভীর রাতে পুলিশের অভিযান শেষ হয়েছে। এ সময় বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শাটল ট্রেনের একটি বগিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।