পাহাড়ধসে সহোদর ২ শিশু নিহত
বান্দরবানের বনরুপাড়া এলাকায় পাহাড়ধসে সহোদর দুই শিশু নিহত হয়েছে। এ সময় তাদের মা-বাবাসহ আরো তিনজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুজন হলো মোহাম্মদ আলীফ (১২) ও তার বোন মিম সুলতানা (৮)। আহত ব্যক্তিরা হলেন শিশুদের বাবা আবদুর রাজ্জাক, মা আয়েশা বেগম এবং তাঁদের প্রতিবেশী শাহ আলম।
স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার রণবীর দাস জানান, রাতে পাহাড়ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাহিনীর কর্মীরা। পরে চাপা পড়া অবস্থা থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মুসলিম উদ্দিন জানান, বৃষ্টির সময় রাতে বিকট শব্দে পাহাড়ধসে তাঁর প্রতিবেশী রাজ্জাক মিস্ত্রীর টিনের ঘরটি ভেঙে পড়ে। ওই সময় ঘরের ভেতর মাটিচাপা পড়ে খাটে ঘুমিয়ে থাকা রাজ্জাকের দুই শিশু মারা যায়।
এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি জানিয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, কয়েক দিন ধরে বান্দরবানে অবিরাম বৃষ্টি হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
সম্প্রতি পাহাড়ধসে বান্দরবানে বহু লোক নিহত হয়েছে। ২০০৬ সালে বান্দরবান জেলা সদরে তিনজন, ২০০৯ সালে লামা উপজেলায় ১০, ২০১০ সালে নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাঁচ, ২০১১ সালে রোয়াংছড়ি উপজেলায় দুজন, ২০১২ সালে লামা উপজেলায় ২৮ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১০ জন নিহত হয়।