রানাসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ মে
রানা প্লাজার ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগের মামলায় মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ২১ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক আদেশ প্রস্তুত করতে না পারায় নতুন করে এ দিন ধার্য করেন।
গত ১৯ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন বিচারক আজ আদেশ দাখিলের জন্য দিন নির্ধারণ করেন।
রানার আইনজীবী ফারুক আহম্মেদ এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, সোহেল রানা ও তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম রানা প্লাজা নামে একটি বিপণিকেন্দ্র নির্মাণের জন্য তন্ময় হাউজিং লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন।
চুক্তি অনুসারে ভবনের দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার পর সোহেল রানা ওই প্রতিষ্ঠানকে বিদায় করে দেন।
পরে নিজেরাই ছয়তলা পর্যন্ত ভবন নির্মাণ করেন। বাণিজ্যিক ভবন হিসেবে সেখানে পোশাকের কারখানা স্থাপন করা হয়। এরপর ছয়তলা ভিত্তির এ ভবনকে ১০ তলা করতে সাভার পৌরসভার অনুমোদন নিয়ে নয়তলা পর্যন্ত কাজ শেষ করা হয়।
গত ২০১৪ সালের ১৫ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এস এম মফিদুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় সাভার থানায় মামলাটি করেন।
পরবর্তী সময়ে মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৬ জুলাই ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার ১৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে প্রকৌশলী রকিবুল ইসলাম রাসেল ও সোহেল রানা কারাগারে রয়েছেন। তাঁদের আজ আদালতে হাজির করা হয়।
অন্যদিকে, সোহেল রানার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগমসহ জামিনে থাকা ১৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা আদালতে হাজিরা দাখিল করেছেন। এ ছাড়া বাকি তিন আসামি পলাতক।