আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন : নোমান
বর্তমান সরকারকে ‘স্বৈরাচার’ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আন্দোলন করেই এর পতন ঘটাতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জিয়া সমাজকল্যাণ পরিষদ’ আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে অংশ নিয়ে নোমান এই মন্তব্য করেন।
নাশকতার সাত মামলায় গত বৃহস্পতিবার (৪ মে) বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই দিন দুপুরে ১৪ মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই নেতা। এর মধ্যে সাত মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
বিএনপি নেতার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে বলেন, রাজধানীর পল্টন, মতিঝিল, রমনাসহ বিভিন্ন থানায় দায়ের করা ১৪ মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর খোকনকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে আজ মানববন্ধন করে বিএনপি।
মানববন্ধনে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াঘোষিত রূপকল্প ২০৩০ বা ভিশন ২০৩০ নিয়ে কথা বলেন নোমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশে যে অর্থনৈতিক মুক্তি ও স্বাধীনতা এসেছিল, বর্তমান সরকার তা ধ্বংস করেছে। বিএনপি সরকার গঠন করতে পারলে আবার তা ফিরিয়ে আনবে।