বিএনপির নেতা খোকনের জামিন নাকচ
নরসিংদীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নাকচ করেছেন আদালত।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কারাগার থেকে বিএনপি নেতাকে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। সেখানে আইনজীবীরা তাঁর জামিন আবেদন করলে বিচারক বেগম ফাতেমা নজীব তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় দলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমান।
গত বছরের ১০ মার্চ সকালে হরতাল চলাকালীন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাব নামক এলাকায় চলন্ত একটি ট্রাকে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার পরের দিন পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে প্রধান আসামি করে সন্ত্রাস দমন আইনে নরসিংদী মডেল থানায় একটি মামলা করে।