সেন্ট্রাল হাসপাতালের পরিচালকের জামিন
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এ এম কাশেমকে জামিন দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আসামিকে আজ দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় ধানমণ্ডি থানার পুলিশ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। মামলাটি জামিনযোগ্য হওয়ায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, ছাত্রীর মৃত্যুর ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার আসামিরা হলেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম এ কাশেম।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
চৈতির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঢাবির অভিযোগ, ওই হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে।