আওয়ামীপন্থী আইনজীবীদের একক সংগঠনের নাম প্রকাশ
আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ সংগঠনের নাম ঠিক করা হয়েছে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনের মধ্যে সম্মেলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে সংগঠনটি।
আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগপন্থী ও সমমনা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল। তিনি জানান, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে আহ্বায়ক ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সদস্য সচিব করে ঐক্যবদ্ধ সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বর্ষীয়ান আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আইনজীবী সাহারা খাতুন।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘এই সংগঠনের ইউনিটি দরকার। একটি ইউনাইটেড আইনজীবী পরিষদ দরকার। আইনজীবী সংগঠন দুর্বল হলে আওয়ামী লীগও কিছুটা দুর্বল হয়।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের হার নিয়ে ওবায়দুল কাদের বলেন,‘আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বগিগুলো ঠিক আছে। জেলা পর্যায়ে আমরা বিজয়ী হচ্ছি।’