সিলেটের জঙ্গিদের সঙ্গে নরসিংদীর জঙ্গিদের যোগাযোগ ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের সঙ্গে নরসিংদীর জঙ্গিদের যোগাযোগ ছিল।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো জায়গায় তল্লাশি চালাতে পারে।
গতকাল শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালেয় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। এর প্রতিবাদে রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বিষয়টিকে নিয়মিত কর্মসূচি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে আন্দোলন করার তেমন কিছু ঘটেনি।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা যেকোনো জায়গায়, যেকোনো সময় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তল্লাশি করতে পারি। এটা আমাদের গোয়েন্দা তথ্য ছিল, সেই গোয়েন্দা তথ্য অনুযায়ী যথাযথ ইসের থেকে কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ সেখানে গিয়েছে এবং পুলিশ যেয়ে কোনো এমন কিছু করেনি তার জন্য তারা আপত্তি কিংবা প্রতিবাদ সেটা করেনি।’
বনানীতে ছাত্রী ধর্ষণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘বনানীর একটা তদন্ত রিপোর্ট শেষ করেছে পুলিশ এবং তদন্ত অনুযায়ী এটার যথাযোগ্য ব্যবস্থা হবে। যার যেরকম অবস্থান ছিল সেই রকম অনুযায়ী আইনগতভাবে এটার ব্যবস্থা হবে।’
নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘এই ধরনের খবর পেলে আমরা সঙ্গে সেটা নিষ্পত্তি করছি। আমরা ওয়েট করছি না যে কালকে ওয়েট করলাম কিংবা একটা ঘটনা ঘটিয়ে ফেলল; ঘটনা ঘটানোর আগেই আমরা এই জিনিসগুলো দেখছি। আমরা সেজন্য মনে করি এগুলো নিয়ন্ত্রণে রয়েছে।’
আজ রোববার নরসিংদীর সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে পাঁচজন আত্মসমর্পণ করেছে।
গত ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলের নামের বাড়ির চারদিকে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২৫ মার্চ শনিবার সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালিত হয়। সেদিনই সন্ধ্যায় ভবন সংলগ্ন প্রধান সড়কে পর পর দু’দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ সাতজন নিহত হন।
অভিযানের শুরুতে উদ্ধার করা হয় ওই ভবনে অবরুদ্ধ থাকা ৭৮ জনকে। ২৮ মার্চ সন্ধ্যায় শেষ হয় ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযানে নিহত চার জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।