ইস্যু না পেয়ে প্রধানমন্ত্রীর সফরের সমালোচনায় বিএনপি
কোনো ইস্যু না পেয়ে বেপরোয়া বিএনপি এখন প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে বিএনপির সব ইস্যু মাঠে মারা যায় বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘সৌদি আরবে এমন একটা অনুষ্ঠান যেখানে আমেরিকার প্রেসিডেন্ট এসেছেন। মুসলিম ৫০টি দেশ এসেছে। এটা নিয়ে বিতর্ক তোলার তো কোনো কারণ নেই। আর তারা যদি প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকত এবং বেগম জিয়া যদি অনুষ্ঠানে যেতেন তাহলে এ নিয়ে তো তাঁরা উল্লসিত উচ্ছসিত হতেন। এখন কেন হতাশা। খালি একটার পর একটা ইস্যু খোঁজে। সব ইস্যু শেষ পর্যন্ত মাঠে মারা যায়। বেপরোয়া গাড়ি, বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি। কখন যে কোনো দুর্ঘটনা ঘটবে, সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।’
এ সময় দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি নিয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে হত্যা করতে ওই কার্যালয় থেকে ষড়যন্ত্র করে বিএনপি।
সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী, মিটারবিহীন সিএনজি অটোরিকশা এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
বিমানবন্দন সড়কে এই কার্যক্রম পরিদর্শন করে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্রয়োজনে সড়কপথের সৌন্দর্যবর্ধন কাজে সংশোধন আনা হবে। তিনি বলেন, ‘সব প্রবেশপথ, আমার এজেন্ডা রয়েছে এবং আউটসোর্সিং করে আমরা বিউটিফিকেশন করব।’ ঢাকা-সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ওই রাস্তা, তারপর এদিকে দাউদকান্দি পর্যন্ত। এই কাজটা তো অনেক দূর এগিয়ে গেছে। এটা পর্যায়ক্রমে আমরা অন্যান্য এন্ট্রি পয়েন্টগুলো বিউটিফিকেশন করব।’