ফের খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির
ব্রাজিল থেকে পচা ও নিম্নমানের গম আনা হয়েছে অভিযোগ করে আবারও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
urgentPhoto
রিপন বলেন, ‘গম কেলেঙ্কারির হোতা কামরুল ইসলাম সাহেবকে অনতিবিলম্বে, লাজলজ্জার বালাই থাকলে, তাঁর পদত্যাগ করা উচিত হবে। আমরা বলেছিলাম এই গম কেলেঙ্কারির হোতা কামরুল ইসলাম যদি স্বপদে বহাল থাকেন তবে তদন্ত সঠিক হবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, একজন মন্ত্রীকে বাদ দিলে সরকারের ভাবমূর্তি কমবে না বরং সরকারের ভাবমূর্তি বাড়ে।’
এ সময় দুর্নীতির দায়ে অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হেসেন চৌধুরী মায়াকে মন্ত্রিসভায় বহাল রাখা সরকারের দেউলিয়াত্ব বলে মন্তব্য করেন রিপন। সরকার তার অপশাসনের কারণে দুর্বল হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার জোরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিরোধী দলের সিনিয়র নেতাদের আটকে রাখা হচ্ছে। এভাবে বিরোধী মতকে দুর্বল করা যাবে না বলেও মন্তব্য তাঁর।
বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে রিপন বলেন, ‘যদি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয় এবং মিথ্যা অপমামলায় তাঁদের জর্জরিত করা হয় তাহলে মিলিটারি কন্ট্রোল গর্ভমেন্টকে আমরা কোন দোষে দোষী সাব্যস্ত করব। বাংলাদেশে মিলিটারি কন্ট্রোল গর্ভমেন্ট অথবা মিলিটারি রিজেমের তিক্ত অভিজ্ঞতা আমাদের রাজনীতিবিদদের তো আছে।’
খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ব্রাজিল থেকে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করে দুই লাখ টন গম আমদানি করে। এসব গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষার ফলাফলেও বলা হয়েছে, ব্রাজিল থেকে আমদানি করা গম অনেক নিম্নমানের।