আহমদ শফী গুরুতর অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এয়ার-অ্যাম্বুলেন্সে করে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
মাওলানা আজিজুল হক বলেন, ‘গতকাল দুপুর থেকেই হুজুরের (আল্লামা শফী) শ্বাসকষ্ট বেড়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁকে পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে নেওয়া হবে। দুপুর ১টায় এয়ার-অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। অ্যাম্বুলেন্স এলেই হুজুরকে নিয়ে রওনা দেওয়া হবে।’
আল্লামা শফীর সঙ্গে ঢাকায় আসছেন তাঁর বড় ছেলে মাওলানা ইউসূফ এবং ব্যক্তিগত সহকারী মো. শফিকসহ কয়েকজন।