‘আদালতের নির্দেশে মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সর্বোচ্চ আদালতের নির্দেশে বিএনপি নেতা মওদুদ আহমদকে বাড়ি ছাড়তে হয়েছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’
আজ বৃহস্পতিবার গাজীপুরের চেরাগ আলী মার্কেট এলাকায় ঈদ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া বোধহয় ভুলে গেছেন ২০০১ সালের পর হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী এলাকাছাড়া হয়েছে। যাদের এক কাপড় নিয়েও বের হওয়ার সুযোগ ছিল না। অনেকে খালি গায়েও ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। শেখ হাসিনাকে গণভবনে বরাদ্দ নির্বাহী আদেশে বাতিল হয়েছে। শেখ রেহানার জন্য ধানমণ্ডিতে ওই জায়গা, যেখানে পরবর্তীতে থানা করা হয়েছে। সে বাড়িটিও নির্বাহী আদেশে বাতিল হয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে বেগম জিয়া ও মওদুদকে বাড়ি থেকে সরে যেতে হয়েছে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আপনি (মওদুদ) নিজে আইনি লড়াই করেছেন আপনার বাড়ির জন্য এবং বেগম জিয়ার বাড়ির জন্য। আইনি লড়াইয়ে আপনি হেরে গেছেন। এর জন্য সরকারের দোষ কোথায়। সর্বোচ্চ আদালতের রায়ে বেগম জিয়াও অবৈধভাবে ছিলেন, মওদুদ আহমদও যে বাড়িতে ছিলেন, অবৈধভাবে ছিলেন।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ পদস্থ কর্মকর্তারা।