চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, দুর্ভোগ
টানা বৃষ্টিপাতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে নগরীর বিভিন্ন এলাকায় দুর্ভোগে পড়েছেন লোকজন।
আজ সোমবার দুপুর পর্যন্ত নগরীতে ১৫৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্ন চাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। ফলে আরো কয়েকদিন বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
রোববার রাত থেকে অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। বহদ্দারহাট, বাকলিয়া ও আগ্রাবাদের ব্যাপক এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
পতেঙ্গা আবহাওয়া আফিসের আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে আরো কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতকর্তা সংকেত অব্যাহত রয়েছে। রোববার রাত থেকে টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর বেশির ভাগ স্কুলসহ অফিস আদালত ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচতলায় পানি জমে পড়ায় বন্ধ রয়েছে এসব প্রতিষ্ঠান।
এর আগে গত এপ্রিলেও টানা কয়েক দিনের বৃষ্টিতে নিমজ্জিত হয় চট্টগ্রামের বিভিন্ন এলাকা। সেবার ষোলশহর, বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক মোড়, ওয়াসা, আগ্রাবাদ, সিডিএ ও ছোটপুল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।