সাংবাদিক-শিক্ষক আফসান চৌধুরীর আগাম জামিন
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক, গবেষক ও শিক্ষক আফসান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আাদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।
গত ৬ জুন রাতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বাদী হয়ে আফসান চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আফসান চৌধুরী বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
সম্প্রতি রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে মামলাও হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ওই ঘটনাকে কেন্দ্র করে আফসান চৌধুরী ফেসবুকে লিখেছিলেন।
ওসি আবু বকর জানান, মাসুদ উদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন তাঁর ছেলেকে জড়িয়ে ফেসবুকে লিখেছেন আফসান চৌধুরী। মাসুদ উদ্দিনের দাবি, তাঁর ছেলে কানাডায় থাকেন। তাই ফেসবুকে এমন একটি লেখায় তাঁর সম্মানহানি হয়েছে অভিযোগ এনে তিনি মামলা করেছেন।
এ ব্যাপারে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আফসান চৌধুরীর বিরুদ্ধে করা মামলাটির তদন্ত চলছে।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার ছিলেন। এর আগে তিনি নয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।