তিন দেশ থেকে ২,৩৮৫ বাংলাদেশি উদ্ধার
থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় মানবপাচারকারীদের খপ্পর থেকে দুই হাজার ৩৮৫ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
জাতীয় সংসদ ভবনে দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, থাইল্যান্ড থেকে ১৩৮ জন, মালয়েশিয়া থেকে ৭৩৮ জন, ইন্দোনেশিয়া থেকে ৭৮১ জন এবং মিয়ানমার থেকে ৭২৮ জন ভাসমান অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
আবুল হাসান মাহমুদ আলী আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময়ই বিদেশে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে মানবপাচারের শিকার হওয়া ব্যক্তিদের বিষয়টি এখন বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস সমন্বয়ের মাধ্যমে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। কনস্যুলার অ্যাকসেসের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার নিয়ে তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। ওই তালিকা পুলিশের মাধ্যমে যাচাই বাছাই করে নাগরিকত্ব নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ট্র্যাভেল পারমিট ইস্যু করে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’