নৌকা বিসর্জনের বাজনা বাজছে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নৌকার বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে। ক্ষমতাসীনরা এবার শেখ হাসিনার অধীনে নির্বাচনের চেষ্টা নিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা দলনিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দাবি করেন। এই দাবি জনগণের উল্লেখ করে প্রয়োজনে সংবিধান সংশোধনের দাবিও জানান।
তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না। সংবিধান হিমালয় পর্বত নয় যে তাকে নড়ানো যাবে না। দেশে ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনও সংবিধানের বিধান।’
রিজভী আরো বলেন, ‘আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন করতে চান না। ক্ষমতায় থাকতে তাঁরা এতই আপ্লুত যে, নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের কথা শুনলেই তাঁরা মূর্ছা যান। ক্ষমতার প্রতি তীব্র আবেগ এঁদের বিবেককে বিবশ করে দিয়েছে। অবৈধ ক্ষমতার দম্ভে অতিকায় স্বেচ্ছাচারী রূপ ধারণ করেছে আওয়ামী লীগ, তাই ডাইনোসরের মতো খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’